Sunday 21 January 2018

সাধারনতন্ত্র দিবস

সাধারনতন্ত্র দিবস
অধ্যাপক সনৎকুমার পুরকাইত
ভূমিকাঃ

আমরা জানি যে ভারতবর্ষে ২৬ শে জানুয়ারী দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। কারন ভারতীয় সংবিধান পরিষদ কর্তৃক ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হলেও ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী থেকে কার্যকর হয়। গণতন্ত্রের কাছে পরাজয় ঘটে রাজতন্ত্রের। ভারতবাসী ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা পেলেও প্রকৃতপক্ষে ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারীতে গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক সার্বভৌম স্বাধীন ভারতের প্রকৃত স্বাদ পায়। পরবর্তীকালে এই প্রজাতন্ত্র কথাটির পরিবর্তে সাধারণতন্ত্র বসিয়ে ভারতীয় রাজতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়। এইদিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে বেছে নেওয়া হয়, কারন এই দিনে ১৯৩০ সালে ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিলেন। ভারতের অপর দুটি জাতীয় ছুটি তথা স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তীর সাথে এই দিনটিও জাতীয় ছুটি হিসাবে পালিত হয়। দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে অনেক তাজা প্রানের অকালবোধনে যে স্বাধীনতা সাধারন মানুষের হাতে তুলে দিয়েছিলেন মৃত্যুঞ্জয়ী বীর দেশপ্রেমীরা, তাদের স্মরণার্থে ও শ্রদ্ধা জানাতে এই দিনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, গান স্যালুট, সেমিনার, আলচনাসভার মাধ্যমে মুখরিত হয়ে ওঠে ভারতবাসীর হৃদয়।

No comments:

Post a Comment

জগতের ধর্মগুরু লীলা পুরুষোত্তম ভগবান শ্রীশ্রীকৃষ্ণচন্দ্র

  লীলা পুরুষোত্তম ভগবান শ্রীশ্রীকৃষ্ণচন্দ্র   গল্পের নায়ক যেখানে কৃষ্ণ সেখানে বলে রাখা ভালো আধ্যাত্মিক নয়ন না থাকলেও যদি কেউ তাঁর বিবেক ...