Friday 19 January 2018

‘জীবন ও কর্ম’-অধ্যাপক সনৎকুমার পুরকাইত

জীবন কর্ম

-অধ্যাপক সনৎকুমার পুরকাইত

জন্ম যদি সন্ন্যাস হয়,      মৃত্যুকে সবে ত্যাগ কয়
কর্ম সেথা ধর্ম রূপে করিবে বিরাজ।
কর্ম করে খেতে গিয়ে,         যদি জীবন যায় পিছিয়ে
জীবন জয়ে নাইকো সেথা লাজ।
যেমন কর্ম তেমন ফল,         এহেন তত্ত্বে থাকে মহাবল
লালসা থাকে সবার অন্তরে।
কর্মের কি ফল আছে,          অন্তরে সবাই ভাবে মিছে
কর্ম বিনা ফল খোঁজে সাদরে।।
মহাজনের মহান কথা,         মহাকালের নিয়মে গাঁথা
কভু তা হবে নাকো লয়।
সময়ের সারথী হয়ে,      ক্ষমতার দর্প হৃদে লয়ে
ক্ষনিকের ভুলে চির অবক্ষয়।।
জন্ম হোক যথা তথা,          কর্ম হোক লোকগাথা
মরনেও আসে নবজীবন।
সু-কর্ম করিবে সবে,      কু-কর্ম রাখিবে দূরে
ফলাফল দেবে শুভক্ষণ।।
জন্মিলে মরিতে হবে,      চিরদিন কেহ না রবে
সন্ন্যাসীর বেশ আনে ত্যাগ।
মৃত্যুর মাঝে ত্যাগ রয়,         ত্যাগের মহিমা জীবন হয়

মোর বাক্যে না করিবে রাগ।। 

No comments:

Post a Comment

জগতের ধর্মগুরু লীলা পুরুষোত্তম ভগবান শ্রীশ্রীকৃষ্ণচন্দ্র

  লীলা পুরুষোত্তম ভগবান শ্রীশ্রীকৃষ্ণচন্দ্র   গল্পের নায়ক যেখানে কৃষ্ণ সেখানে বলে রাখা ভালো আধ্যাত্মিক নয়ন না থাকলেও যদি কেউ তাঁর বিবেক ...